বড় জয়ে ওয়েস্ট ইন্ডিজকে বাংলাওয়াশ করলো বাংলাদেশ

প্রকাশ : 2024-12-20 10:24:15১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

বড় জয়ে ওয়েস্ট ইন্ডিজকে বাংলাওয়াশ করলো বাংলাদেশ

সিরিজ আগেই নিজেদের করে নিয়েছিল বাংলাদেশ। তাই শেষ ম্যাচটা ছিল হোয়াইটওয়াশের মঞ্চ। এমন ম্যাচে জ্বলে উঠলেন ব্যাটার। এরপর বাকী কাজটা করলেন বোলাররা। প্রথম দুই ম্যাচ জিতেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি–টোয়েন্টি সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ। আজ তৃতীয় ও শেষ ম্যাচেও লিটন দাসের দল পেল ৮০ রানের রোমাঞ্চকর জয়। বাংলাদেশের হ্যাটট্রিক জয়ে স্বাগতিকরা বাংলাওয়াশ। ওয়ানডে সিরিজে ধবলধোলাইয়ের বদলা নেওয়ার সহজ সুযোগ দারুণভাবে কাজে লাগিয়েছে ক্রিকেটাররা।

দুবারের বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে তাদের মাটিতে ধবলধোলাই করতে পারল লিটন দাসের দল। টি–টোয়েন্টি সিরিজে ভারত, পাকিস্তান ও ইংল্যান্ডের পর বাংলাদেশ চতুর্থ দল হিসেবে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করতে পারল বাংলাদেশ।

সেন্ট ভিনসেন্টে কি হ্যাটট্রিক জয়ের আশায় আগে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ পায় ১৮৯ রানের বড় সংগ্রহ। ওপেনার পারভেজ হোসেন ইমনের ৩৯ রানের পর, ৬ ছক্কা ও ৩ চারে ৪১ বলে অপরাজিত ৭২ করে মাঠ ছাড়েন জাকের আলি।

শেষ ১০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১১৩ রান তুলেছে। যার পুরোটাই জাকের আলির অবদান। ব্যাট হাতে রীতিমতো তাণ্ডব চালালেন জাকের। বাংলাদেশকে এনে দেন রেকর্ড সংগ্রহ।

১৯০ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়ে বোলিংয়ে দারুণ শুরু বাংলাদেশের, শুরুর দুই ওভারেই তাসকিন-মেহেদীর শিকার দুই উইকেট। তাসকিন আহমেদের দ্বিতীয় ডেলিভারিতেই উইকেট হারান ব্র্যান্ডন কিং। পরের ওভারে শেখ মেহেদী হাসানও উইকেট উদযাপনের সুযোগ এনে দেন দলকে। লং অন দিয়ে ছক্কা মারতে গিয়ে বদলি ফিল্ডার আফিফ হোসেনের হাতে ক্যাচ হন ৬ রানে থাকা জাস্টিন গ্রিভস।

প্রথম পাওয়ার প্লের মধ্যে আরও এক উইকেট হারায় উইন্ডিজ। ১০ বলে ১৫ করা নিকোলাস পুরানকে বোল্ড করে উইকেট সংখ্যা ডাবল করেন মেহেদী হাসান। এরপর হাসান মাহমুদের শিকার হয়ে শূন্য হাতে বিদায় নেন রস্টন চেজ। টিকে যাওয়া ওপেনার জনসন চার্লস দুর্ভাগ্যজনকভাবে রান আউটে কাটা পড়লে ৪৬ রানে পাঁচ উইকেট হারিয়ে বসে ওয়েস্ট ইন্ডিজ।

জিততে হলে এই মাঠে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান তাড়া করে জিততে হত ওয়েস্ট ইন্ডিজকে। কিন্তু ১৬.৪ ওভার খেলতেই তারা অলআউট ১০৯ রানে। বাংলাদেশ শেষ টি-টোয়েন্টি জিতল ৮০ রানে।