বগুড়া-৪ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পরিবর্তনের দাবিতে বিক্ষোভ

প্রকাশ : 2023-11-26 19:58:42১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

বগুড়া-৪ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পরিবর্তনের দাবিতে বিক্ষোভ

বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে আওয়ামী লীগের মনোনয়ন পরিবর্তনের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন রানার কর্মী-সমর্থকরা। আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনীত প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করার পরেই রবিবার (২৬ নভেম্বর) বিকেলে নন্দীগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় এই বিক্ষোভ মিছিল বের হয়।

বগুড়া-৪ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন মোট ৫ জন। এর মধ্যে নন্দীগ্রাম উপজেলা আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন রানাও মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তিনি মনোনয়ন না পাওয়া তার কর্মী-সমর্থকরা বিক্ষোভ মিছিল করেন।

এ বিষয়ে নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন রানা বলেন, আমি এখনো ঢাকায় অবস্থান করছি। আমার এলাকার তৃনমুল পর্যায়ে কর্মী-সমর্থকদের আশা ছিলো আমি মনোনয়ন পাবো কিন্তু আমি মনোনয়ন না পাওয়ায় হতাশ হয়ে পড়েছেন দলীয় কর্মী-সমর্থকরা।