বগুড়া-৩ আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশী রাজু খানের বিশাল শোডাউন

প্রকাশ : 2023-11-15 17:16:01১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

বগুড়া-৩ আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশী রাজু খানের বিশাল শোডাউন

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ আওয়ামীলীগ আদমদীঘি উপজেলা আওয়ামীলীগের সভাপতি সিরাজুল ইসলাম খান রাজুর নেতৃত্বে বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) নির্বাচনী এলাকায় নৌকার মনোনয়ন প্রত্যাশী হয়ে এক বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা করেছেন। পুর্ব ঘোষনা মোতাবেক বুধবার সকাল থেকে আদমদীঘি উপজেলার ৬ ইউনিয়ন ও ১ পৌরসভাসহ দুপচাঁচিয়া উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, সেচ্ছাসেবকলীগ, শ্রমিকলীগ, কৃষকলীগ, তাঁতীলীগ, মৎস্যজীবিলীগ, ছাত্রলীগনেতা ও কর্মী-সমর্থকরা তাদের মোটরসাইকেল নিয়ে উপজেলা সদরের আইপিজে উচ্চ বিদ্যালয়ের মাঠে সমবেত হতে থাকে। এক এক করে সমবেত হয় প্রায় ১০ হাজার মোটরসাইকেল। বেলা সাড়ে ১২ টায় ওই স্থান থেকে প্রায় ১২ কিলোমিটার দুরে দুপচাচিয়া উপজেলার উদ্দেশ্যে মোটরসাইকেলের শোডাউন বের করা হয়। এতে অংশ নেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক শেখ কুদরত-ই-এলাহী কাজল, সহ-সভাপতি আবু রেজা খান, নাজিমুল হুদা খন্দকার, যুগ্ম সম্পাদক সাজেদুল ইসলাম চম্পা, ইউপি চেয়ারম্যান আব্দুল হক আবু, জিল্লুর রহমান, শামিমুল হুদা খন্দকার, আব্দুস সালামসহ দুপচাঁচিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি আমিনুল ইসলাম, সাধারন সম্পাদক এমদাদুল হক সহ আওয়ামীলীগের শীর্ষ নেতা ও দুই উপজেলার হাজার হাজার নেতাকর্মিরা। শোভাযাত্রাটি দুপচাঁচিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের সড়ক প্রদক্ষিণ শেষে একটি পথসভা অনুষ্ঠিত হয়। সভায় ‘বাংলাদেশ উন্নয়নশীল দেশে’র স্বীকৃতি সহ আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের কথা তুলে ধরেন বক্তারা এবং সেই সাথে দেশ রতœ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দনও জানানো হয়। এ সময় দলের তৃণমূল নেতা-কর্মীরা আলহাজ্ব সিরাজুল ইসলাম খান রাজুকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৩ আসনের মনোনয়ন দেওয়ার দাবি জানান।