বগুড়ায় রেলওয়ে টিকেট কাউন্টার থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

প্রকাশ : 2023-11-14 17:51:12১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

বগুড়ায় রেলওয়ে টিকেট কাউন্টার থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার জংশন স্টেশনের টিকেট কাউন্টার এলাকা থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। মঙ্গলবার ভোরে রেলওয়ে টিকেট কাউন্টারের সামনে থেকে অজ্ঞাতনামা (৭৫) ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়।

স্থানীয় লোকজন জানায়, টিকেট কাউন্টারের পাশে মঙ্গলবার ভোরে এক বৃদ্ধকে পড়ে থাকতে দেখা যায়। পরে জানা যায় সে মারা গেছে। বিষয়টি রেলওয়ে পুলিশকে জানানো হলে পুলিশ
ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। সান্তাহার রেলওয়ে থানার ওসি মোক্তার হোসেন বলেন,ধারনা করা হচ্ছে বার্ধক্য জনিত কারনে ওই ব্যক্তির মৃত্যু হতে পারে। মৃত
ব্যক্তির পরিচয় সনাক্তের জন্য নওগাঁ জেলা থেকে পিবিআই’র একটি দল কাজ করছে। 

এবিষয়েসান্তাহার রেলওয়ে থানায় একটি ইউডি মামলা হয়েছে।

 

সান