বগুড়ায় যুব স্বেচ্ছাসেবক ছাত্রদল ও হেফাজতের বিক্ষোভ
প্রকাশ : 2021-03-27 19:38:26১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
রাজধানীতে হেফাজতে ইসলামের উপড় হামলার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে বগুড়ায় বিক্ষোভ মিছিল করেছে যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের নেতাকর্মীরা। শহরের মফিজ পাগলার মোড়ে মিছিলটি শুরু হয়।
এসময় বক্তব্য রাখেন, জেলা যুবদলের আহবায়ক খাদেমুল ইসলাম, জাহাঙ্গীর আলম, জেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক এবিএম মাজেদুর রহমান জুয়েল, সরকার মুকুল, জেলা ছাত্রদলের সভাপতি আবু হাসান, নুরে আলম সিদ্দিক রিগ্যান প্রমুখ।
অপরদিকে হেফাজতে ইসলাম বগুড়া জেলা শাখার উদ্যোগে শহরের কলোনী এলাকায় বৃহত্তর মাদরাসা জামিল মাদরাসার সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিন করে। মাওঃ মাহমুদের নেতৃত্বে সেখানে বিক্ষোভ কর্মসুচি পালন করা হয়।
নেতৃবৃন্দ হাটহাজারী মাদরাসায় গুলি করে মুসল্লীদের হত্যার প্রতিবাদ জানায় এবং আগামীকালের হরতাল সফল করার আহবান জানিয়ে বক্তব্য রাখেন।