বগুড়ায় নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ জব্দসহ মাছ ব্যবসায়ীকে জরিমানা
প্রকাশ : 2025-07-27 12:42:46১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
বগুড়ার নন্দীগ্রামে নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ জব্দসহ মাছ ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (২৬ জুলাই) দুপুর আড়াইটার দিকে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার নন্দীগ্রাম উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের হাটকড়ই হাটে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আন্না রানী দাসের উপস্থিতিতে ৮০ কেজি পরিমাণ আফ্রিকান মাগুর মাছ জব্দ করেন। এরপর তিনি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কাহালু উপজেলার মালঞ্চা গ্রামের ধীরেন্দ্রনাথের ছেলে মাছ ব্যবসায়ী বিমান কুমার (৪০) কে নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ বিক্রির অপরাধে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন-১৯৫০ এর (৫) ধারায় ২ হাজার টাকা জরিমানা করে।
এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় প্রসিকিউটর ছিলেন এসআই সাম মোহাম্মাদ। এ তথ্য নিশ্চিত করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার।