বগুড়ায় ট্রেন থেকে সাড়ে চার কেজি গাঁজা উদ্ধার
প্রকাশ : 2023-11-19 16:44:37১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে ট্রেনে অভিযান চালিয়ে সাড়ে চার কেজি গাঁজা উদ্ধার করেছে রেলওয়ে থানা পুলিশ। এ সময় মাদকরবারী পালিয়ে যাওয়াই কাউকে আটক করতে পারেনি পুলিশ। গত শনিবার (১৮ নভেম্বর) মধ্য রাতে উপজেলার সান্তাহার জংশন স্টেশনে অপেক্ষামান করতোয়া এক্সপ্রেস ট্রেন থেকে পরিতাক্ত অবস্থায় এই গাঁজা উদ্ধার করা হয়।
এ বিষয়ে সান্তাহার রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) নরেশ রায় বলেন, বুড়িমারী থেকে সান্তাহারে চলচললকারী করতোয়া এক্সপ্রেস ট্রেন শনিবার মধ্য রাতে সান্তাহারে পৌছালে গোপন সংবাদের ভিত্তিতে ওই ট্রেনের ‘ঙ’ নং বগীতে অভিযান চালিয়ে একটি প্লাস্টিকের বস্তার ভিতর ৫টি পলিথিনের ব্যাগ থেকে সাড়ে চার কেজি গাঁজা উদ্ধার করা হয়। তবে এ সময় কোনো মাদক কারবারীকে পাওয়া যায় নাই। ধারণা করা হচ্ছে পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারী পালিয়ে গেছে। এ ঘটনায় সান্তাহার রেলওয়ে থানায় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।
সান