বগুড়ায় এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রকাশ : 2023-10-16 17:54:50১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

বগুড়ায় এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বগুড়ার আদমদীঘিতে গলায় ফাঁস দিয়ে লিমা খাতুন (২৬) নামের এক প্রবাসীর স্ত্রী আত্মহত্যা করেছে। সোমবার সকালে উপজেলার কুন্দগ্রাম ইউনিয়নের তারতা গ্রামে এ ঘটনাটি ঘটে। লিমা খাতুন ওই গ্রামের মালোশিয়া প্রবাসী মিঠু ফকিরের স্ত্রী।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা জানান, রবিবার রাতে তার প্রবাসী স্বামীর সাথে মোবাইল ফোনে কথা বলার পর তার নিজ ঘরে পরিবারের অজান্তে একটি ঘরের বাশের তীরের সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। পরিবারের লোকজন তাকে ডাকতে গিয়ে তার ঝুলন্ত মৃতদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়। ময়না তদন্তের শেষ নিহতের পরিবারের নিকট তার লাশটি হস্তান্তর করা হবে। এ ঘটনায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

 

সান