বগুড়ার শিবগঞ্জে ফেন্সিডিল ও গাঁজাসহ ২ মাদক ব্যাবসায়ী আটক
প্রকাশ : 2023-08-21 15:47:19১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
বগুড়ার শিবগঞ্জে ৩৫ বোতল ফেন্সিডিলস ১ কেজি গাঁজাসহ ২জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো বগুড়া সোনাতলা থানার নওদাবগা গ্রামের আশরাফুল ইসলামের স্ত্রী শিলা বেগম (৩৫), লালমনিরহাটের হাতিবান্ধা থানার আমঝোল গ্রামের জিয়ারুলের ছেলে হাসানুর রহমান (১৯)। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার দিবাগত রাতে ঢাকা-রংপুর মহাসড়কের মুরাদপুর নামক স্থানে পুলিশ অবস্থান নিয়ে গাড়ী তল্লাশী চালায়। এসময় গাড়ীর যাত্রী বেশী ২জন মাদক ব্যবসায়ীকে আটক করে এবং তাদের কাছে থাকা ১ কেজি গাঁজা ও ৩৫ বোতল ফেন্সিডিল জব্দ করে পুলিশ।
মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আশিক ইকবাল জানান, থানায় মামলা করে আদালতের মাধ্যমে ২ জনকে কারাগারে পাঠানো হয়।