বগুড়ার নন্দীগ্রামে জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন সফল করতে উপজেলা এ্যাডভোকেসি ও পরিকল্পনা সভা
প্রকাশ : 2023-06-08 17:32:40১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
বগুড়ার নন্দীগ্রামে জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন সফল করতে উপজেলা এ্যাডভোকেসি ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ জুন) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার শিফা নুসরাতের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবণী আকতার বানু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তোফাজ্জল হোসেন মন্ডল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট ডা. মনোজ্ঞ চিত্রলেখা কুন্ডু, ডা. এসএম আরাফাত, ডা. সামিউল হক, মেডিকেল অফিসার ডা. মামুনুর রশিদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা গোলাম মোস্তফা, ওসিসির প্রোগ্রাম অফিসার মোত্তালেব হোসেন, ভাটগ্রাম ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল হাকিম ও নন্দীগ্রাম প্রেস ক্লাবের সভাপতি নাজমুল হুদা প্রমুখ। উল্লেখ্য, আগামী ১৫-১৮ জুন এ ক্যাম্পেইন চলবে।