বগুড়ার নন্দীগ্রামে আবার কোভিড-১৯ এর টিকাদান কার্মসূচি শুরু হয়েছে
প্রকাশ : 2023-06-07 16:17:07১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
বুধবার (৭ জুন) হতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোভিট-১৯ এর টিকাদান কর্মসূচি শুরু হয়। এ তথ্য নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তোফাজ্জল হোসেন মন্ডল। যাঁদের মোবাইল ফোনে প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ ডোজ টিকা গ্রহণের এসএমএস এসেছে তাঁদের অতি শীঘ্রই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (বিজরুল) এসে টিকা গ্রহণের জন্য অনুরোধ করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ।