বইমেলায় বিশ্ববিদ্যালয়ের স্টলে নেই নতুন বই

প্রকাশ : 2024-02-07 15:48:22১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

বইমেলায় বিশ্ববিদ্যালয়ের স্টলে নেই নতুন বই

বইমেলা মানেই প্রকাশনাগুলোর নতুন বই প্রকাশ। মেলায় প্রকাশনীগুলো অংশগ্রহণের উদ্দেশ্যই থাকে বই বিক্রি করে লাভবান হওয়া। তবে এই বছর কোনও নতুন বই প্রকাশ ছাড়াই অংশগ্রহণ করছে বিশ্ববিদ্যালয়গুলো।

অমর একুশে বইমেলা ২০২৪-এর বইমেলার একাডেমি প্রাঙ্গণে স্টল দিয়েছে বিশ্ববিদ্যালয়গুলো। এরমধ্যে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয় ও একমাত্র প্রাইভেট বিশ্ববিদ্যালয় হিসেবে প্রথমবারের মতো অংশগ্রহণ করেছে ইস্টার্ন ইউনিভার্সিটি।

মেলায় এসব বিশ্ববিদ্যালয়ের প্রকাশনার ক্যটাালগে দেখা যায় মেলায় নতুন কোনও প্রকাশনা নেই৷ তবে স্টলের দায়িত্বরত কর্তাব্যক্তিরা জানান, মেলায় বই বিক্রি নয়, প্রকাশনা ও প্রচারণার উদ্দেশ্যেই অংশ গ্রহণ করেন বিশ্ববিদ্যালয়গুলো। তারা জানান বিশ্ববিদ্যালয় প্রকাশনা, জার্নাল ও তাদের ফ্যাকাল্টিদের প্রকাশনাগুলো প্রদর্শনীর মাধ্যমে বিশ্ববিদ্যালয়কে মানুষের সামনে তুলে ধরতেই মেলায় স্টল দিয়েছেন তারা। বিক্রির কোনও উদ্দেশ্যই থাকেনা তাদের।

বইমেলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মুনীর আহমেদ ভুঁইয়া বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ফ্যাকাল্টিতে কী কী গবেষণা হচ্ছে, কারা কী কাজ করছেন সেগুলো প্রদর্শনীর মাধ্যমে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে তুলে ধরা৷ আমাদের বিক্রির কোনো উদ্দেশ্য নেই।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টলের কর্মকর্তা বলেন, আমাদের বই সারা বছরই থাকে। আমাদের প্রকাশনার নিজস্বরুম আছে। আমরা মেলায় শুধু প্রদর্শনীর জন্যই অংশগ্রহণ করি। তাই মেলায় নতুন বই নিয়ে তাই ঐরকম চিন্তাও থাকে না।

কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের দায়িত্বরত রাসেল হোসেন বলেন, আমরা বিশ্ববিদ্যালয়কে তুলে ধরতেই মেলায় অংশগ্রহণ করি৷ এখানে আমাদের প্রচার-প্রচারণাই তুলে ধরার চেষ্টা করা হয়। অন্য প্রকাশনীগুলোর মতো আমাদের লাভ করার কোনো উদ্দেশ্য থাকে না। আর তাই মেলা উপলক্ষ্যে বই প্রকাশের তাড়াও নেই।

ইস্টার্ন ইউনিভার্সিটির ডেপুটি লাইব্রেরিয়ান কুমার বিশ্বাস বলেন, আমরা শুধুই প্রকাশনী প্রদর্শনীর জন্যই অংশগ্রহণ করেছি। এছাড়াও আমাদের বিশ্ববিদ্যালয়ের ভর্তি সম্পর্কিত তথ্য দিই শিক্ষার্থীদের।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্টলের দায়িত্বরত মো. এনামুল হক বলেন, আমরা বই বিক্রি না, শুধু জাতীয় বিশ্ববিদ্যালয়কে তুলে ধরতেই মেলায় অংশগ্রহণ করি।

 

অমর একুশে বইমেলা ২০২৪-এর ষষ্ঠ দিন মেলায় নতুন বই এসেছে ১০৮টি। এরমধ্যে গল্প ১০, উপন্যাস ১৪, প্রবন্ধ ৫, কবিতা ৪৫, গবেষণা ৪, ছড়া ১, শিশুসাহিত্য ১, জীবনী ৪, রচনাবলি ১, মুক্তিযুদ্ধ ৩, বিজ্ঞান ১, ইতিহাস ১, রাজনীতি ১, বঙ্গবন্ধু ৩, ধর্মীয় ৪, অনুবাদ ১, অভিধান ১ ও অন্যান্য ৮টি।

 

সা/ই