ফিলিস্তিন ইস্যুতে আরব লীগকে সমর্থনের ঘোষণা চীনের

প্রকাশ : 2023-10-14 11:00:13১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

ফিলিস্তিন ইস্যুতে আরব লীগকে সমর্থনের ঘোষণা চীনের

গাজার সংকট নিয়ে আলোচনার জন্য আরব লীগের জ্যেষ্ঠ সদস্যদের সঙ্গে জরুরি বৈঠক করছেন মধ্যপ্রাচ্যে নিযুক্ত চীনের প্রতিনিধি ঝাই জুন। আলজাজিরা

শনিবার (১৪ অক্টোবর) জারি করা এক বিবৃতিতে ঝাই জুনের উদ্ধৃতি দিয়ে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ফিলিস্তিন ইস্যুতে বেইজিং গুরুত্বপূর্ণ ভূমিকা পালনে শক্তিশালী আরব লীগকে সমর্থন করে। চীন ফিলিস্তিনি জনগণকে মানবিক সহায়তা প্রদান অব্যাহত রাখবে।

বিবৃতিতে ঝাই বলেন, ফিলিস্তিন ও ইসরায়েলের শান্তিপূর্ণ সহাবস্থান উপলব্ধি করতে দ্বি-রাষ্ট্র সমাধানের সঠিক ভিত্তিতে ফিরে আসার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের জরুরি বোধ বৃদ্ধি করা উচিত।

এর আগে সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, জরুরি অবস্থা সমাধানে মিশর, ফিলিস্তিন কর্তৃপক্ষ, ইসরায়েল ও সৌদি আরবের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে ফোনে কথা বলেছেন ঝাই।