ফিলিস্তিনে বর্বর হামলার প্রতিবাদে পঞ্চগড়ে মুসল্লিদের বিক্ষোভ

প্রকাশ : 2025-04-11 18:47:23১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

ফিলিস্তিনে বর্বর হামলার প্রতিবাদে পঞ্চগড়ে মুসল্লিদের বিক্ষোভ

গাজায় ইসরাইলের বর্বর হামলার প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ করেছে হাজারো মুসল্লী। শুক্রবার জুমার নামাজের পর পঞ্চগড় জেলা শহরের চৌরঙ্গী মোড়ে  খন্ড খন্ড মিছিল নিয়ে জড়ো হয় মুসল্লিরা।  পরে সেখান থেকে একটি বড় বিক্ষোভ মিছিল বের করে তারা। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থান এসে শেষ হয়। মিছিলে বাংলাদেশের জাতীয় পতাকার সাথে ফিলিস্তিনের  পতাকা নিয়ে অংশগ্রহণ করেন অনেকে।  গাছের গণহত্যা বন্ধের দাবিতে নানা স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড নিয়েও অংশ নেন অনেকে।  পথসভায় বক্তব্য রাখেন ইসলামী বিভিন্ন সংগঠনের নেতারা। এ সময় বক্তারা ইসরাইলের নৃশংস হামলার নিন্দা জানান এবং আন্তর্জাতিক মহলের হস্তক্ষেপ দাবি করেন। একই সাথে সকল ইসরায়েলের পণ্য বর্জন করার দাবি জানান।