ফিলিপাইনে ভূমিধসে বাসের ভিতরে ২০ জন চাপা পড়েছে
প্রকাশ : 2024-02-07 16:09:38১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলের একটি পার্বত্য এলাকায় ভূমিধসে দুটি বাসের ভেতরে ২০ জন চাপা পড়েছে।
উদ্ধারকর্মীরা তাদের তল্লাশি অভিযান চালিয়ে যাচ্ছে।
প্রাদেশিক দুর্যোগ কর্মকর্তা এডওয়ার্ড ম্যাকাপিলি বুধবার জানিয়েছেন, মঙ্গলবার রাতে মিন্দানাও দ্বীপের দাভো ডি অরো প্রদেশের এক স্বর্ণখনির কাছে দুটি বাসে ভূমিধস ঘটে। এ সময়ে বাসের ভেতর ২৮ জন ছিল। আটজন পালাতে সক্ষম হয়েছে।
এ ঘটনায় ১১ গ্রামবাসীও আহত হয়েছে। এদের মধ্যে দুজনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মিন্দানাওয়ে গত কয়েক সপ্তাহ ধরে প্রবল বৃষ্টি হওয়ার কারণে হাজার হাজার লোক আশ্রয় কেন্দ্রে চলে যেতে বাধ্য হয়েছে।
সান