ফিলিপাইনে গির্জার বারান্দা ধসে ৫৪ জন আহত
প্রকাশ : 2024-02-14 13:17:29১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
ফিলিপাইনে বুধবার ‘অ্যাশ ওয়েনসডে’র প্রার্থনা চলাকালে গির্জার একটি বারান্দা ধসে পড়ায় ৫৪ জন আহত হয়েছেন। নগরীর দুর্যোগ কর্মকর্তারা এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
ফিলিপাইনে ‘অ্যাশ ওয়েনসডে’র প্রার্থনা চলাকালে দেশটির লাখো মানুষ গির্জায় ভিড় করে থাকে। ধর্মীয় ব্যস্ততম দিনগুলোর মধ্যে একটি হচ্ছে অ্যাশ ওয়েনসডে।
নগরীর বেসামরিক প্রতিরক্ষা প্রধান গিনা আয়সন এএফপি’কে বলেন, সেখানে এ দুর্ঘটনায় ৮০ বছর বয়সী এক বৃদ্ধ মহিলা মারাত্মকভাবে আহত হয়েছেন। অপর এক কর্মকর্তা বলেন, অন্যরা সামান্য আঘাত পেয়েছেন।
তিনি বলেন, ম্যানিলার কাছে সান জোসে দেল মন্টে নগরীর সেন্ট পিটার দ্য অ্যাপোস্টেল গির্জায় এ দুর্ঘটনার সময় সেখানে প্রায় ৪০০ জন উপস্থিত ছিলেন।
সান