ফলের রাজা আমে এখন

প্রকাশ : 2022-05-30 12:59:17১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

ফলের রাজা আমে এখন

এম হাবীবুল্লাহ
-------------------
 

ফলের রাজা আমে এখন
বাজার গেছে ভরে
কার্বাইডে পাকলো কিনা
দেখ যাচাই করে।

 
অসৎ যারা লোভের বশে
অসময়ে পাকায় ফল
এসব খেয়ে জনগণের
পায় না শরীরে বল।

 
আমের হরেক জাত রয়েছে
পাকে ভিন্ন সমযে
সময় বুঝে আম খেয়ো ভাই
ব্যতিব্যস্ত না হয়ে।