ফরিদপুরে ট্রাক-মাইক্রো সংঘর্ষে শিশুসহ ৬ জন নিহত
প্রকাশ : 2021-03-21 11:16:16১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
ফরিদপুরের সদর উপজেলায় ট্রাক ও মাইক্রোবাস সংঘর্ষে শিশুসহ ছয়জন নিহত হয়েছেন। রোববার সকাল ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে মাছকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
করিমপুর হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) কাওসার হোসেন বলেন, মাইক্রোবাসটি মাগুরা থেকে ফরিদপুরের দিকে আসছিল। আর ট্রাকটি মাঝকান্দি এলাকার পারিসা ফিলিং স্টেশন থেকে জ্বালানি নিয়ে মহাসড়কে ওঠার পরপরই মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে এই দুর্ঘটনা ঘটে। তাঁরা সবাই মাইক্রোবাসের যাত্রী।
মধুখালী ফায়ার সার্ভিসের স্টেশন ব্যবস্থাপক টিটো সিকদার বলেন, আহত কয়েকজনকে উদ্ধার করে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
পথে ঢাকা-খুলনা মহাসড়কে মাছকান্দি এলাকায় বিপরীতমুখী একটি ট্রাকের সঙ্গে ওই মাইক্রোবাসের সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই দুজন নিহত হন।
আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরও চারজন। নিহতদের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।