ফরিদপুরে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: বিএনপি নেতা নাসির মাতুব্বর বহিষ্কার
প্রকাশ : 2025-01-20 11:10:51১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
ফরিদপুরের সালথা উপজেলা বিএনপির প্রচার সম্পাদক মো. নাসির উদ্দিন মাতুব্বরের বিরুদ্ধে সংগঠনবিরোধী কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে তাকে দলের প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
রোববার (১৯ জানুয়ারি) রাতে সালথা উপজেলা বিএনপির সভাপতি মো. সিদ্দিকুর রহমান তালুকদার ও সাধারণ সম্পাদক চৌধুরী এমদাদ আলী সিদ্দিকী খসরু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর সত্যতা নিশ্চিত করে সালথা উপজেলা বিএনপির সভাপতি মো. সিদ্দিকুর রহমান তালুকদার বলেন, সংগঠনবিরোধী কার্যকলাপে লিপ্ত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে কেন্দ্রের নির্দেশে নাসির উদ্দিনকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। কেন্দ্রের পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত এ বহিষ্কার আদেশ বহাল থাকবে।
এর আগে গত ২ দিনে সালথা উপজেলার আটঘর ইউনিয়নের বি়ভিন্ন গ্রামে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে বিএনপি নেতাকর্মীদের কয়েকটি বাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট করা হয়। সংঘর্ষে কয়েকজন আহত হন। এ ঘটনায় থানায় মামলা হয়। এ ঘটনায় এক পক্ষের নেতৃত্ব দিয়েছিলেন বহিষ্কৃত এ বিএনপির নেতা নাসির উদ্দিন মাতুব্বর।
কা/আ