পড়াশোনা

প্রকাশ : 2022-03-06 13:39:34১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

পড়াশোনা

এম হাবীবুল্লাহ 
------------------


কেনো জানি ভাল্লাগেনা
পড়াশোনার মিশণ
রাগ করেছে বাবা আমার
মা বকেছে ভীষণ।

দাদা দাদু কয়না কথা
সদাই রাখে দূরে
পাড়াপড়শির তেতো কথায়
মনটা গেলো পুড়ে।

নিয়মিত পড়লে আমার 
আদর বাড়ে বেশ
পড়েই নাকি গড়তে হবে
সোনার বাংলাদেশ।