প্রয়াত সংগীতশিল্পী ঊষা উত্থুপের স্বামী জনি
প্রকাশ : 2024-07-09 16:45:54১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
ভারতের জনপ্রিয় গায়িকা ঊষা উত্থুপের স্বামী জনি চাকো উত্থুপ মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। সোমবার (৮ জুলাই) তার মৃত্যুর খবর আসে। ঊষা উত্থুপের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে যে জনি কলকাতাতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।
জানা গেছে, তিনি তার বাড়িতে টিভি দেখার সময়ই হৃদরোগে আক্রান্ত হন। তখন ঊষা তার অফিসে ছিলেন। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল কর্তৃপক্ষ তাকে মৃত বলে ঘোষণা করেন।
জনি চাকো ঊষার দ্বিতীয় স্বামী। প্রথম স্বামী রামুর সঙ্গে বিবাহিত থাকা অবস্থায় ঊষার জীবনে আসেন চাকো। ঊষা তার ভালোবাসার কথা সরাসরি জানান প্রথম স্বামী রামুকে। এরপর নিজের পরিবার, প্রথম স্বামীর পরিবার, সমাজের সব বাধা উপেক্ষা করে বিবাহবন্ধনে আবদ্ধ হন ঊষা-জনি চাকো।
এই বছরই ঊষা উত্থুপ দেশের তৃতীয় সবচেয়ে বড় নাগরিক সম্মান, পদ্ম ভূষণে সম্মানিত হন। সঙ্গীত জগতে তাঁর অসামান্য অবদানের জন্য এই সম্মান পান তিনি। ঊষা উত্থুপ অসংখ্য বলিউড সিনেমার গানে প্লেব্যাক করেছেন ঊষা। কাজের স্বীকৃতিস্বরূপ পেয়েছেন পদ্মশ্রী (২০১১), পদ্মবিভূষণ (২০২৪), ফিল্মফেয়ার (২০১১) প্রভৃতি পুরস্কার।