প্রেমের আলিঙ্গনে- নিতাই চন্দ্র দাস
প্রকাশ : 2023-05-29 12:53:59১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
প্রেমের আলিঙ্গনে
নিতাই চন্দ্র দাস
=============
তপ্ত হৃদয়ের অসীম শূন্যতায়
দিবানিশি আমি আজও ভাসি
ভাসতে ভাসতে হাসতে হাসতে
কি জানি কেনোরে পাহাড়ের কাছেই ছুটে আসি
পাহাড়কেই ভালোবাসি।
প্রফুল্ল চিত্তে দৃষ্টিনন্দন নৃত্যে
হাত বাড়িয়ে দেয় রকমারি মূল সাথে ফল- ফুল
এ যেন নিখাদ ভালোবাসার ভারী নজর কাড়া
ভালোবাসার শীতল জলে সিক্ত করে আমায়
মনোমুগ্ধকর তোমার ঝর্ণা ধারা
তোমার পরশে মনের হরষে হয়ে যাই আত্মহারা।
জীবন ভরে বিশ্ব ঘুরে
বারংবার আমি পাহাড়ের কাছেই আসি
পাহাড়কেই ভালোবাসি
ভালোবেসে পাহাড় আমায় হাত বাড়িয়ে দেয়
সবুজ সতেজ সব্জি
বেগুন লাউ ঝিঙে পটলের ভারে
কুপোকাত করে কব্জি।
ভালোবাসার সাথী ওগো পাহাড়
নয়নাভিরাম তুমি অনন্য রূপের বাহার
তোমারই হাত ধরে সারাটা জীবন ভরে
অসীম অনন্ত ঘুরে ঘুরে একদিন
তোমাতেই হারিয়ে যাবো
তোমারই গহীন অরণ্য-বনে
পুলকিত মনে হাসবো দু'জন
গভীর প্রেমের আলিঙ্গনে।