প্রাইম ব্যাংক পিএলসি’র সাথে পেরোল চুক্তি করলো অ্যাফিক্স ইউনিভার্স লিমিটেড
প্রকাশ : 2024-08-03 18:19:46১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
ঢাকা, আগস্ট ০৩, ২০২৪: শীর্ষ স্থানীয় বেসরকারি বাণিজ্যিক ব্যাংক প্রাইম ব্যাংক পিএলসি’র সাথে পেরোল চুক্তি সই করেছে অ্যাফিক্স ইউনিভার্স লিমিটেড। প্রতিষ্ঠানটির কর্মীদের জন্য ব্যাংকিং সেবা বাড়াতে সম্প্রতি গুলশানে ব্যাংকের করপোরেট অফিসে প্রতিষ্ঠান দুটির মধ্যে এ সম্পর্কিত একটি চুক্তি সই হয়।
চুক্তি অনুযায়ী, অ্যাফিক্স ইউনিভার্স লিমিটেডের কর্মীরা প্রাইম ব্যাংকের কার্ড, লোন ও ডিজিটাল ব্যাংকিং সল্যুশনসহ প্রেফারেনশিয়াল ব্যাংকিং সেবা উপভোগ করতে পারবেন। এসব অফার উপভোগের মাধ্যমে কর্মীরা বাড়তি আর্থিক সেবা ও সিমলেস ব্যাংকিং অভিজ্ঞতা অর্জন করতে পারবেন।
প্রাইম ব্যাংক পিএলসি’র ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. নাজিম এ চৌধুরী এবং অ্যাফিক্স ইউনিভার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. মোকাদ্দেছুর রহমান সরকার মাছুম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। এসময় আরও উপস্থিত ছিলেন- প্রাইম ব্যাংক পিএলসি’র হেড অব ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক মো. ওয়াসিউল আলম, হেড অব পেরোল ব্যাংকিং অনুপ কান্তি দাশ ও রিজিওনাল হেড অব ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক মো. এনামুল কবীর, অ্যাফিক্স ইউনিভার্স লিমিটেডের এক্সিকিউটিভ ডিরেক্টর মো. নেসার উদ্দিন রনি সহ উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা।