প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরীর পদত্যাগ

প্রকাশ : 2025-12-25 08:59:40১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরীর পদত্যাগ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরী পদত্যাগ করেছেন। তিনি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছেন। রাষ্ট্রপতি সেটি গ্রহণ করেছেন।

বুধবার (২৪ ডিসেম্বর) মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি গেজেট প্রকাশ করা হয়েছে।ওই গেজেটে খোদা বকশ চৌধুরীর পদত্যাগের বিষয়টি জানিয়ে বলা হয়েছে, এই পদত্যাগ অবিলম্বে কার্যকর করা হবে।

সম্প্রতি গুঞ্জন ওঠে, উপদেষ্টা পরিষদের একাধিক গুরুত্বপূর্ণ পদে রদবদল আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তাতে উঠে আসে খোদা বকশ চৌধুরীর নাম। শোনা যায়, তাকে সরিয়ে দেওয়া হতে পারে।এই বিষয়টি নিয়ে সরকারের উচ্চ পর্যায়ে আলাপ-আলোচনা চলছিল। তারই মাঝে অবশেষে নিজেই দায়িত্ব ছাড়লেন খোদা বকশ চৌধুরী।

উল্লেখ্য, গত বছরের ১০ নভেম্বর খোদা বকশ চৌধুরীকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হয়। তিনি সাবেক আইজিপি ছিলেন।