প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে পূর্বনির্ধারিত সংবাদ সম্মেলন স্থগিত

প্রকাশ : 2024-07-18 14:10:34১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে পূর্বনির্ধারিত সংবাদ সম্মেলন স্থগিত

প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্পেন ও ব্রাজিল সফর নিয়ে পূর্বনির্ধারিত কার্টেন রেইজার সংবাদ সম্মেলনটি স্থগিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

বুধবার (১৭ জুলাই) মন্ত্রণালয় থেকে এসএমএস পাঠিয়ে সাংবাদিকদের জানানো হয়েছিল যে, বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুর ১২টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্পেন ও ব্রাজিল সফর নিয়ে সংবাদ সম্মেলন করা হবে। তবে আজ (বৃহস্পতিবার) এক বার্তায় সংবাদ সম্মেলনটি স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

কেন সংবাদ সম্মেলন স্থগিত করা হলো সেটির ব্যাখ্যা দেওয়া হয়নি।

উল্লেখ্য, স্পেন ও ব্রাজিল সফরের জন্য আগামী ২১ জুলাই থেকে ২৯ জুলাই বিদেশ সফরের কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

 

কা/আ