প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে নন্দীগ্রামে বিক্ষোভ

প্রকাশ : 2022-06-04 15:35:16১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে নন্দীগ্রামে বিক্ষোভ

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে বগুড়ার নন্দীগ্রামে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগি সংগঠনের নেতাকর্মীরা। শনিবার (৪ জুন) দুপুর ১২ টায় দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি প্রধান প্রধান সড়ক ঘুরে স্থানীয় বাসস্ট্যান্ডে এসে শেষ হয়। 

পরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন রানার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনিছুর রহমানের সঞ্চালনায় এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সরফুল হক উজ্জল, যুগ্ম সাধারণ সম্পাদক মুকুল হোসেন, সাংগঠনিক সম্পাদক আনন্দ কুমার, পৌর আওয়ামী লীগের সভাপতি বকুল হোসেন, উপজেলা যুবলীগের সভাপতি দুলাল চন্দ্র মহন্ত, উপজেলা কৃষক লীগের সভাপতি সফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক সাঈদ রায়হান মানিক, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবু সাঈদ, সাধারণ সম্পাদক কামরুল হাসান সবুজ ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শুভ আহমেদ প্রমুখ। 

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, দেশরত্ব শেখ হাসিনা যখন সকল বাঁধা পেরিয়ে এ দেশের উন্নয়ন করছেন, ঠিক তখনই গুজব ছড়িয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন স্বাধীনতাবিরোধী চক্র। তাদের এ ধরনের অপচেষ্টা কখনই সফল হতে দেবে না আওয়ামী লীগের নেতাকর্মীরা।