প্রথম টেলিভিশন বিতর্কে বাইডেন-ট্রাম্পের তীব্র বাকযুদ্ধ
প্রকাশ : 2024-06-28 11:34:42১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে বাইডেন ও ট্রাম্পের প্রথম টেলিভিশন বিতর্ক শেষ হয়েছে। বিতর্কে অংশ নিয়ে বর্তমান ও সাবেক প্রেসিডেন্ট বিভিন্ন ইস্যু নিয়ে একে অপরকে দুষেছেন।
তাদের আলোচনায় গুরুত্ব পেয়েছে অভিবাসন, চীনের সঙ্গে বাণিজ্য যুদ্ধ, ইউক্রেন যুদ্ধ ও দুই নেতার বয়স। এছাড়া বিতর্কের এক পর্যায়ে তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা নিয়ে একে অপরকে দুষেছেন এই দুই প্রার্থী।
বাইডেন বিশ্বকে নতুন যুদ্ধের দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছেন বলে অভিযোগ করে ডোনাল্ড ট্রাম্প বলেন, আমি যদি প্রেসিডেন্ট থাকতাম তাহলে রাশিয়া ইউক্রেনে হামলা করতো না।এর জবাবে বাইডেন বলেন, ট্রাম্প তৃতীয় বিশ্বযুদ্ধ চায়।
উল্লেখ্য, আগামী ৫ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। বিশ্বজুড়ে নানা সংকটের মধ্যেই এবার নির্বাচন হতে যাচ্ছে দেশটিতে। এরই মধ্যে মার্কিন রাজনীতি নিয়ে মানুষ বিভক্ত হয়ে পড়েছে। অনেক মার্কিন ভোটারেরই আশঙ্কা নির্বাচনের পরে সংঘাত ছড়িয়ে পড়াতে পারে।সূত্র: আল-জাজিরা