প্রতিবন্ধীর বাড়ি থেকে নগদ অর্থ-স্বর্নালংকার চুরি

প্রকাশ : 2022-02-24 19:15:22১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

প্রতিবন্ধীর বাড়ি থেকে নগদ অর্থ-স্বর্নালংকার চুরি

বাগেরহাট এক প্রতিবন্ধীন বাড়ি থেকে নগদ অর্থ, স্বর্নালংকার ,জমির দলিল ও মূল্যবান কাগজ পত্র চুরি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী বাবুল ডাকুয়া সদর উপজেলার বেমরতা ইউনিয়নের চরগ্রামের মৃত এলেম উদ্দিন ডাকুয়ার ছেলে। এ ঘটনায় ভুক্তভোগী বাবুল বাদি হয়ে বাগেরহাট মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন। 

অভিযোগে জানা যায়, গত ১৯ ফেব্রুয়ারী সকালে আমি ও আমার স্ত্রী ডাক্তার দেখানোর উদ্দেশ্যে ঢাকা যাই। সকাল সাড়ে ৯টার দিকে আমার শাশুড়ী মারা যাওয়ায় ছেলে ও পুত্র বধু শশুর বাড়িতে যায়। ২৩ ফেব্রুয়ারী দুপুর ১২টার দিকে আমার ছেলে নাজমুল ডাকুয়া বাড়ীতে ফিরে এসে ঘরের ভিতর প্রবেশ করে দেখে বসত ঘরে থাকা ট্রাংকের তালঅ ভেঙ্গে তার মধ্য নগদ ৮৫,০০০/- টাকা, স্বর্নের রুলি একজোড়া, স্বর্নের আংটি ০২ টি, বর্নের চেইন ০২ টি এবং আমার চারটি জায়গার দলিলনামা নেই। তিনি জানান, পরে বিষয়টি স্থানীয় ইউপি সদস্য আসাদুজ্জামান মোহনকে জানালে সেসহ স্থানীয় গন্য মান্য ঘটনাস্থলে উপস্থিত হয়।  

এ বিষয়ে বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আজিজুল ইসলাম বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।