প্যানেল ভিত্তিক নিয়োগের দাবিতে এন টি আর সি এ এর মানববন্ধন

প্রকাশ : 2022-02-11 16:12:16১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

প্যানেল ভিত্তিক নিয়োগের দাবিতে এন টি আর সি এ এর মানববন্ধন

এন টি আর সিএ এর নিবন্ধিত সনদধারীদের প্যানেল ভিত্তিক নিয়োগের দাবিতে মানববন্ধন করেছে “প্যানেল প্রত্যাশী নিবন্ধিত শিক্ষক সংগঠন” মেহেরপুর জেলা শাখা। আজ শুক্রবার সকালে মেহেরপুর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সংগঠনের সিনিয়র সহ সভাপতি শারমিন আক্তার চায়নার, আহ্বায়ক আম্বিয়া খাতুন, ওমর ফারুক, সেলিনা খাতুন, মাসুমা রহমানসহ সংগঠনের অন্যান্য সদস্যরা মানববন্ধনে অংশ নেয়।

এসময় বক্তারা বলেন, কৃত্রিম শিক্ষক সংকট দূর করে স্ব স্ব নীতিমালা অনুসরণ করে কোটা বিহীন সকল নিবন্ধনকারীদের প্যানেল ভিত্তিক নিয়োগের ব্যবস্থা গ্রহন করতে হবে। শিক্ষক সমাজকে অভিশাপ মুক্ত করতে প্যানেল ভিত্তিক নিয়োগের বাস্তবায়নের দাবি তাদের।