পৌরসভার বিভিন্ন সমস্যা সমাধানের লক্ষে মাদারীপুর সনাক এর মতবিনিময় সভা
প্রকাশ : 2022-03-30 12:55:34১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
মাদারীপুর পৌরসভা এসডিজি অর্নের লক্ষে বাস্তবায়নকৃত প্রকল্পগুলির বিভন্ন সমস্যা সমাধানের জন্য বুধবার সকালে মাদারীপুর পৌরসভা সম্মেলন কক্ষে সচেতন নাগরিক কমিটি ( সনাক) র সাথে মাদারীপুর পৌর পরিষদের সাথে মতবিনিময সভা অনুষ্ঠিত হয়েছে।
মাদারীপুর সচেতন নাগরিক কমিটির স্থানীয় সরকার উপ কমিটির আহবায়ক এনায়েত হোসেন নান্নুর সভাপতিত্বে ও সনাক সদস্য আঞ্জুমান আরা জুলিয়ার পরিচালণায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মাদারীপুর পৌরসভার মেয়র মোঃ খালিদ হোসেন ইয়াদ।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাদারীপুর পৌরসভার প্যানেল মেয়র ও ৯নং ওয়ার্ডের কাউন্সিলর আইয়ুব খান, ১ নং ওয়ার্ডের স্ংরক্ষিত আসনের কাউন্সিলর সাইয়েদা সালমা,২ নং ওয়ার্ডের কাউন্সিলর সাইদুল বাশার, ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর রাজিব মাহমুদ কাওসার, ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর রেজাউল করিম,৮ নং ওয়ার্ডের কাউন্সিলর বি এম আবুর বাশার, মাদারীপুর পৌরসভার সচিব খোন্দকার আবু আহমেদ ফিরোজ ইলিয়াস, নির্বাহী প্রকৌশলী শেখ মোঃ আবুল কালাম, মেডিকেল অফিসার ডাঃ হরষিত বিশ্বাসসহ মাদারীপুর পৌরসভার কর্মকর্তা কর্মচারী বৃন্দ।
পরে বক্তারা পৌরভার আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা, নারী ও মারজিনালাইজডদের জন্য বিশেষ বরাদ্দ,হরিজন কলোনীতে আবাসন ভবন নির্মানসহ পৌরসভার জন বান্ধব বিভিন্ন উদ্যেগ গ্রহণের প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করেন।