পূজা উদযাপন পরিষদ সিরাজদিখান শাখার উদ্যোগে মানববন্ধন
প্রকাশ : 2021-09-27 15:40:58১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
ভোলায় গৌরাঙ্গ চন্দ্র দেকে মিথ্যা মামলায় গ্রেফতার বিভিন্ন মন্দিরের প্রতিমা ভাঙচুরসহ দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করা হয়েছে। আজ সোমবার বেলা সাড়ে ১১টায় সিরাজদিখান উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে ও গোয়ালবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় এই কর্মসূচি পালন করা হয়। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিরাজদিখান শাখার উদ্যোগে আয়োজিত ওই কর্মসূচিতে সভাপতিত্ব করেন সংগঠনের উপজেলা পূজা উদযাপন পরিষদ কমিটির সভাপতি গোবিন্দ দাস পোদ্দার।
ঘণ্টাব্যাপী চলা ওই কর্মসূচিতে উপজেলা পূজা উদযাপন পরিষদ কমিটির সভাপতি গোবিন্দ দাস পোদ্দারের সভাপতিত্ব অনুষ্ঠান সঞ্চালনা করেন সিরাজদিখান উপজেলা পূজা উদযাপন পরিষদ সাধারণ সম্পাদক জয়হরি মল্লিক। উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা পূজা উদযাপন পরিষদ সহ-সভাপতি হরেকৃষ্ণ দাস, সিরাজদিখান উপজেলা পূজা উদযাপন পরিষদ সহ-সভাপতি সুব্রত দাস রনক, সিরাজদিখান উপজেলা পূজা উদযাপন পরিষদ যুগ্ম সাধারণ সম্পাদক জ্ঞানদীপ ঘোষ, সিরাজদিখান উপজেলা পূজা উদযাপন পরিষদ সাংগঠনিক সম্পাদক জয়ন্ত ঘোষ, সিরাজদিখান উপজেলা পূজা উদযাপন পরিষদ সদস্য টেপু দে, সিরাজদিখান উপজেলা পূজা উদযাপন পরিষদ সদস্য গোপাল দে, গোপাল পাল, হরিষ চন্দ্র মন্ডল প্রমুখ।
বক্তারা ভোলা জেলা শাখা পূজা উদযাপন পরিষ সভাপতি গৌরাঙ্গ চন্দ্র দে কে মিথ্যা মামলায় গ্রেফতার, দেশে হিন্দু স¤প্রদায়ের মন্দিরের প্রতিমা ভাঙচুরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন বক্তারা।