পুরান ঢাকার কেমিক্যাল গোডাউন-কারখানার তালিকা চান হাইকোর্ট
প্রকাশ : 2022-02-01 15:10:13১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
পুরান ঢাকার যেসব ভবনে কেমিক্যাল গোডাউন, দোকান ও কারখানা আছে সরকারের কাছে তার একটি তালিকা চেয়েছেন হাইকোর্ট। আগামী ১৭ এপ্রিলের মধ্যে এই তালিকা আদালতে জমা দেওয়ার নির্দেশও দিয়েছেন হাইকোর্ট।
একটি রিটের পরিপ্রেক্ষিতে আদালত মুন্সীগঞ্জ, শ্যামপুর ও টঙ্গীতে স্থায়ী ও অস্থায়ী কেমিক্যাল পল্লী স্থাপনের অগ্রগতি জানতে চেয়েছেন। সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে একই সময়ের মধ্যে এ সংক্রান্ত একটি প্রতিবেদন আদালতে দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার এসব নির্দেশ দেওয়া হয়েছে বলে রিট আবেদনকারীর আইনজীবী সৈয়দা রিজওয়ানা হাসান দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন।
তিনি জানান, ২০১৯ সালে চুড়িহাট্টায় ভয়াবহ অগ্নিকাণ্ডের পর কেমিক্যাল গুদাম ও কারখানাগুলো পুরান ঢাকা থেকে স্থানান্তরের জন্য ঢাকার শ্যামপুর ও গাজীপুরের টঙ্গীতে ৬ একর করে জমি বরাদ্দ দেওয়া হয়। তবে, ক্যামিকেল পল্লী প্রতিষ্ঠায় উল্লেখযোগ্য কোনো অগ্রগতি নেই।
চুড়িহাট্টা অগ্নিকাণ্ডে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে একটি রুলও জারি করেছেন আদালত। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তা ব্যাখ্যা করতে বলা হয়েছে।
বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতির (বেলা) দায়ের করা রিট আবেদনের প্রেক্ষিতে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ আদালতের কাছে প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে এই রুল জারি করেন।
শিল্প, পরিবেশ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র, রাজউক চেয়ারম্যান, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক, ঢাকা জেলা প্রশাসক এবং ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালককে নির্দেশনা ও রুলের জবাবদিহি করতে বলা হয়েছে বলে জানান আইনজীবী সৈয়দা রিজওয়ানা হাসান।