পুনরায় চিফ হুইপ নির্বাচিত হয়েছেন নূর-ই আলম চৌধুরী লিটন

প্রকাশ : 2024-01-10 16:11:00১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

পুনরায় চিফ হুইপ নির্বাচিত হয়েছেন  নূর-ই আলম চৌধুরী লিটন

দ্বাদশ জাতীয় সংসদে চিফ হুইপ নির্বাচিত হয়েছেন মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য নূর-ই আলম চৌধুরী লিটন। লিটন চৌধুরী আওয়ামী লীগের সংসদীয় দলের সেক্রেটারি হিসেবে নির্বাচিত হয়েছেন।

বুধবার (১০ জানুয়ারি) সংসদে বাংলাদেশ আওয়ামী লীগের সংসদীয় দলের সভায় লিটন চৌধুরীকে চিফ হুইপ হিসেবে নির্বাচিত করা হয়।

মাদারীপুর-১ (শিবচর) আসনন থেকে সপ্তমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন নূর-ই-আলম চৌধুরী। গত ৭ জানুয়ারি নির্বাচনে নৌকা প্রতীকে ১ লাখ ৯৬ হাজার ৭৩১ ভোট পেয়ে নির্বাচিত হন তিনি।  

একাদশ জাতীয় সংসদেও চিফ হুইপ ছিলেন নূর-ই-আলম চৌধুরী। বুধবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তার নাম প্রস্তাব করেন। পরে সর্বসম্মতিক্রমে তা গৃহীত হয়।

এছাড়া একাদশ জাতীয় সংসদের উপনেতা বেগম মতিয়া চৌধুরীকেই দ্বাদশ জাতীয় সংসদের উপনেতা নির্বাচিত করা হয়।   

এদিকে বুধবার আওয়ামী লীগের এমপিদের শপথ শেষে অনুষ্ঠিত দলের সংসদীয় দলের সভায় শেখ হাসিনাকে সংসদ নেতা নির্বাচিত করা হয়। 

এছাড়া সংসদীয় দলের সভায় বর্তমান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে আবারও স্পিকার হিসেবে নির্বাচনের সিদ্ধান্ত হয়। ডেপুটি স্পিকার শামসুল হক টুকুকে আবারও নির্বাচনের সিদ্ধান্ত হয়।

এদিন সকালে শেরেবাংলা নগরের সংসদ ভবনের পূর্ব ব্লকের প্রথম লেভেলের শপথ কক্ষে শপথবাক্য পাঠ করেছেন দ্বাদশ জাতীয় সংসদে আওয়ামী লীগের নবনির্বাচিত সংসদ সদস্যরা। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তাদের শপথবাক্য পাঠ করান। এর আগে নিয়মানুযায়ী স্পিকার নিজে নিজেই শপথ গ্রহণ করেন।

রোববার (৭ জানুয়ারি) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া সারা দেশে নির্বাচন মোটামুটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়। নির্বাচন হয় ২৯৯ আসনে। ২৮টি রাজনৈতিক দল ও স্বতন্ত্র মিলে প্রার্থী ছিলেন ১৯৭১ জন। ভোট নেওয়া হয় ব্যালট পেপারে। 

২৯৯টি আসনের মধ্যে ২২২টি আসন পেয়েছে আওয়ামী লীগ। জাতীয় পার্টি পেয়েছে ১১টি আসন, স্বতন্ত্র প্রার্থীরা পেয়েছেন ৬২টি আসন, এছাড়া অন্যান্য দল থেকে পেয়েছেন ৩টি আসন।

 

সান