পুতিনের মৃত্যু ছাড়া এই যুদ্ধ থামবে না: ইউক্রেনের শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা
প্রকাশ : 2022-05-05 09:14:33১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মৃত্যু কিংবা রাশিয়ার পরাজয় ব্যতীত চলমান এই যুদ্ধ থামবে না বলে মন্তব্য করেছেন ইউক্রেনের সামরিক গোয়েন্দা সংস্থার প্রধান মেজর জেনারেল কিরিলো বুদানভ।
বিশ্ব মিডিয়ায় পুতিনের ক্যান্সার চিকিৎসায় অস্ত্রোপচার সংক্রান্ত নানা ধরনের গুঞ্জনের মাঝেই এই মন্তব্য করলেন ইউক্রেনের এই সেনা কর্মকর্তা।
এক প্রশ্নের জবাবে ‘নিউ ভয়েস অব ইউক্রেন’ নামের স্থানীয় সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে তিনি বলেন, “তার (পুতিনের) পিছু হঁটার বিষয়টি অবাস্তব। একমাত্র পুতিনের মৃত্যু এবং রাশিয়ার পরাজয় হলেই কেবল এই যুদ্ধ বন্ধ হবে।”
তিনি আরও বলেন, “তিনি সারাবিশ্বের জন্য একজন যুদ্ধাপরাধী। এই তার শেষ, তিনি নিজেকে একটি কানাগুলোতে নিয়ে গেছেন। চিন্তা করবেন না, যুদ্ধে ইউক্রেনই জিতবে।”