পুতিনের নতুন আইন, ভুয়া খবর ছড়ালেই কারাদণ্ড! 

প্রকাশ : 2022-03-27 09:43:03১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

পুতিনের নতুন আইন, ভুয়া খবর ছড়ালেই কারাদণ্ড! 

রাশিয়ার দেশের বাইরের কার্যক্রম নিয়ে ভুয়া খবর ছড়ালেই ১৫ বছরের কারাদণ্ড, শুক্রবার এমন আইনেই স্বাক্ষর করেছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রুশ সংবাদ সংস্থা ইন্টারফ্যাক্সের বরাতে এমন প্রতিবেদন করেছে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স।রয়টার্সের প্রতিবেদন।

ইউক্রেনে সেনা অভিযান নিয়েই বৈশ্বিকভাবে চাপের মুখে আছেন পুতিন। অভিযানের মাস পেরোলেও এখনও ইউক্রেনকে বাগে আনতে পারেননি তিনি। বিশ্ব গণমাধ্যমেও পুতিনের যুদ্ধংদেহী মনোভাব নিয়ে চলছে সমালোচনা।

তার মধ্যেই গত সপ্তাহে পার্লামেন্টে পাস হওয়া ভুয়া তথ্য সংক্রান্ত বিলটিতে সই করলেন পুতিন। এই আইনে বলা হয়েছে বিদেশে কর্মরত রাশিয়ার কোনো সরকারি কর্মকর্তা কিংবা সংস্থার বিরুদ্ধে ভুয়া তথ্য বা খবার ছড়ালে কারাদণ্ড, সাথে অর্থদণ্ডও হতে পারে। আর এই আইনের সর্বোচ্চ সাজা হবে ১৫ বছর।