পীরগাছা গৃহ-নির্মাণ শ্রমিক কল্যাণ উপ-পরিষদের ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধন
প্রকাশ : 2024-02-17 12:09:20১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
শুক্রবার বগুড়ার গাবতলী পীরগাছা গৃহ-নির্মাণ শ্রমিক কল্যাণ উপ-পরিষদের উদ্যোগে স্থানীয় হাইস্কুল মাঠে ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধন করা হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া সদর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি আবু সুফিয়ান শফিক। প্রধান পৃষ্টপোষক ছিলেন জেলা পরিষদের প্রধান সহকারী শফিকুল ইসলাম বাদশা। পীরগাছা গৃহ-নির্মাণ শ্রমিক কল্যাণ উপ-পরিষদের সভাপতি শহিদুল ইসলামের সভাপতিত্ত্বে সভায় বরেণ্য অতিথি ছিলেন জেলা সংগঠনের সভাপতি আলমগীর হোসেন আলম। উপদেষ্টা মন্ডলী মধ্যে আলমগীর হোসেন মিলু, মহসিন সরকার মুকুল, আলমগীর হোসেন, আজিজার রহমান। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের জেলা শাখার সাঃ সম্পাদক আব্দুল হান্নান, জেলা দর্জি শ্রমিক ইউনিয়নের সাঃ সম্পাদক ফেরদৌউস আলম, লাহিড়ীপাড়া ইউনিয়ন আ’লীগের সভাপতি আজহারুল হান্নান রিপু, সাঃ সম্পাদকক জহুরুল ইসলাম উজ্জ্বল প্রমূখ। খেলা পরিচালনায় ছিলেন সাংবাদিক রফিকুল ইসলাম। খেলায় সোনারায় ইউনিয়ন গৃহ-নির্মাণ শ্রমিক কল্যাণ উপ-পরিষদ কমিটি বনাম লাহিড়ীপাড়া গৃহ-নির্মাণ শ্রমিক কল্যাণ উপ-পরিষদ অংশ নেন।
ই