পাপুয়া নিউ গিনিতে জাতিগত সংঘর্ষে নিহত ৫৩
প্রকাশ : 2024-02-19 11:57:20১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
পাপুয়া নিউ গিনির উত্তরাঞ্চলীয় উচ্চভূমিতে জাতিগত সংঘর্ষে অন্তত ৫৩ জন নিহত হয়েছে। স্থানীয় পুলিশের বরাতে সোমবার (১৯ ফেব্রুয়ারি) এই তথ্য জানিয়েছে অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশন (এবিসি)। এক প্রতিবেদনে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।
অস্ট্রেলিয়ার রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমটির মতে, এনগা প্রদেশে অতর্কিত হামলায় ওই ব্যক্তিদের হত্যা করা হয়েছে।
স্থানীয় সংবাদমাধ্যম পোস্ট-কুরিয়ারের একটি প্রতিবেদনে বলা হয়েছে, সহিংসতার ঘটনাটি রবিবার সংঘটিত হয়েছিল। তখন দুটি উপজাতির মধ্যে সংঘর্ষ হয়।
দেশটির পুলিশ বাহিনীর এক জ্যেষ্ঠ কর্মকর্তা জর্জ কাকাস এবিসিকে বলেছেন, ‘এনগাতে আমার দেখা এখন পর্যন্ত সবচেয়ে বড় হানাহানির ঘটনা এটি। খুব সম্ভবত পাপুয়া নিউ গিনির সব উচ্চভূমির মধ্যেও।’
এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। সোমবার একটি রেডিও সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘পাপুয়া নিউ গিনির নিরাপত্তার জন্য পুলিশ অফিসারদের প্রশিক্ষণসহ যথেষ্ট সহায়তা দিচ্ছি আমরা।’
প্রশান্ত মহাসাগরীয় এই অঞ্চলে শত শত উপজাতির বসবাস। তাদের মধ্যে অনেকেই এখনও দুর্গম অঞ্চলে বাস করে।
এবিসি বলেছে, একই উপজাতিদের মধ্যে সহিংসতার ঘটনায় গত বছর এঙ্গা প্রদেশে ৬০জন নিহত হয়েছে।
সান