পানির আগ্রাসনসহ আধিপত্যবাদী আগ্রাসন মোকাবেলায় জাতীয় ঐক্যের দাবী

প্রকাশ : 2023-05-16 16:50:37১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

পানির আগ্রাসনসহ আধিপত্যবাদী আগ্রাসন মোকাবেলায় জাতীয় ঐক্যের দাবী

পানির আগ্রাসন সহ আধিপত্যবাদী আগ্রাসন মোকাবেলায় জাতীয় ঐক্যের দাবীতে ঐতিহাসিক ফারাক্কা লংমার্চ দিবসে ঢাকার তোপখানা রোডস্থ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে ১৬ মে ২০২৩ (মঙ্গলবার) সকালে নাগরিক পরিষদ’র উদ্যোগে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

"Right to water is a Fundamental Right"  শীর্ষক গোলটেবিল আলোচনায় নাগরিক পরিষদের আহবায়ক মোহাম্মাদ শামসুদ্দীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন ব্যারিস্টার শিহাব উদ্দীন খান, মোয়াজ্জম হোসেন খান মজলিশ, ড. আবদুল মালেক ফরায়েজি, প্রকৌশলী এ এম এম ফয়েজ হোসেন, আবু তৈয়ব হাবিলদার, আবুল কালাম আজাদ, মাওলানা আশরাফুল হক, তারেক রহমান, আতাউল্লাহ, তোফাজ্জল হোসেন, আরিফুল ইসলাম আদিব, জিল্লুর রহমান, জাফর আহমেদ, সোহেল রানা সম্পদ, প্রকৌশলী থোয়াই চিং মং চাক, মাওলানা ওবায়দুল হক, মহিউদ্দীন আহমেদ, আনিসুর রহমান মুন্না, এয়াকুব শরীফ প্রমুখ।

আলোচনায় বক্তাগণ বলেন, আধিপত্যবাদ বিরোধী সকল আগ্রাসনের বিরুদ্ধে জাতীয় ঐক্যের বিকল্প নেই। পানির আগ্রাসন, সীমান্ত হত্যা, অস্ত্র ও মাদক চোরাচালান, বিচ্ছিন্নতাবাদ উস্কানোর মত আধিপত্যবাদী আগ্রাসন মোকাবেলায় আন্তর্জাতিক ভাবে বাংলাদেশকে সরব হবার আহবান জানানো হয়।