পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান গ্রেপ্তার
প্রকাশ : 2023-05-09 16:05:14১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার ইসলামাবাদ হাইকোর্ট চত্বর থেকে তাকে গ্রেপ্তার করেছে দেশটির আধা-সামরিক বাহিনী পাক রেঞ্জার্স।
দেশটির সংবাদমাধ্যম জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেফতার করেছে রেঞ্জার্স। আল-কাদির ট্রাস্ট মামলার শুনানিতে অংশ নেওয়ার সময় ইসলামাবাদ হাইকোর্ট চত্বর থেকে পিটিআই চেয়ারম্যানকে হেফাজতে নিয়েছে পাক রেঞ্জার্স। তিনি তার বিরুদ্ধে নথিভুক্ত একাধিক এফআইআরে জামিন চাওয়ার জন্য আদালতে গিয়েছিলেন।
সংবাদমাধ্যম ডনের প্রতিবেদনে জানা গেছে, পিটিআই প্রধান ইমরান খান দুটি শুনানির জন্য মঙ্গলবার (৮ মে) বিকালে ইসলামাবাদ হাইকোর্টে উপস্থিত হন। এসময় আদালতের প্রাণঙ্গন থেকে পিটিআই চেয়ারম্যানকে আল-কাদির ট্রাস্ট মামলায় রেঞ্জার্সের সদস্যরা আটক করে।
গ্রেফতার ঘটনা নিশ্চিত করে ইসলামাবাদ আইপিজি ড. আকবর নাসির খান জানান, আল কাদির মামলায় ইমরান খানকে গ্রেফতার করা হয়েছে।