পহেলা বৈশাখ ঘিরে এবার শতকোটি টাকার ফুল বিক্রির টার্গেট
প্রকাশ : 2022-04-10 10:11:40১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
টানা দু'বছরের অধিক সময় পর রাজপথে হাঁটবে মঙ্গল শোভাযাত্রা। বাঙালির পাণের উচ্ছ্বাস করোনারুদ্ধ ছিলো। এবারে মুক্ত আকাশে বোশেখের রং ছাড়াবে। রাজপথ কাপিয়ে চলা মঙ্গলশোভাযাত্রা থেকে সুর ওঠবে মানবমুক্তির। সমাজের অনাচার দূর করার লক্ষ্যে এবারের মঙ্গলশোভাযাত্রা হবে খুবই জাঁকজমকপূর্ণ।
চলতি বছরের শুরুতেই বিশ্ব ভালোবাসা দিবস, ২১ ফেরুয়ারি, বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ, ৭ মার্চ, ২৬ মার্চ এবং সর্বশেষ বাংলানববর্ষ বৈশাখকে সমানে রেখে ব্যস্ত সময় পার করছেন দেশের প্রধান ফুটমার্কেট শাহবাগের ফুল ব্যবসায়ীরা।
পহেলা বৈশাখ ঘিরে জমে উঠেছে ফুলের বাজার। এ বছর পহেলা বৈশাখে বাংলাদেশে একশ' কোটি টাকার মতো ফুল বিক্রির প্রত্যাশা করছেন ফুল ব্যবসায়ীরা।
বাংলাদেশের অন্যতম ফুল মার্কেট শাহবাগ ফুল ব্যবসায়ী সমিতির সভাপতি আবুল কালাম আজাদ গণমাধ্যমকে জানান, তারা করোনাকালীন সময়ে দু'বছর একেবারেই ব্যবসা করতে পারেননি। এ বছরের শুরুতেই আশার আলো দেখতে পেয়েছেন। সামনের দিনগুলোতে ভালো ব্যবসা হবে। সেই সঙ্গে ক্ষতি পুষিয়ে নেবার প্রত্যাশা তাদের।