পশ্চিমা দেশগুলোকে আতঙ্ক সৃষ্টি করতে নিষেধ করলেন ইউক্রেনের প্রেসিডেন্ট
প্রকাশ : 2022-01-29 10:03:21১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
ইউক্রেনের সীমান্তে রুশ সেনা মোতায়েন নিয়ে আতঙ্ক সৃষ্টি না করার জন্য পশ্চিমাদের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
তিনি সাংবাদিকদের বলেন, রাশিয়ার আসন্ন হামলার সতর্কতা ইউক্রেনের অর্থনীতিকে ঝুঁকির মধ্যে ফেলেছে। গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, রাশিয়া প্রতিবেশী দেশ ইউক্রেনে হামলা চালাতে পারে ।
বিবিসির খবরে বলা হয়েছে, ইউক্রেনের সীমান্তে রাশিয়া প্রায় এক লাখ সৈন্য মোতায়েন করেছে। তবে রাশিয়া ইউক্রেন হামলার পরিকল্পনা করার কথা অস্বীকার করে আসছে। শুক্রবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, মস্কো যুদ্ধ চায় না।
ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, তিনি গত বসন্তে করা একই আকারের রুশ সৈন্য সমাবেশের চেয়ে এখন তেমন বড় হুমকি দেখছেন না।
ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, ‘যুদ্ধ হবে বলে নানা সতর্কতা আসছে। বিভিন্ন দেশের প্রধানেরাও এমন সংকেত দিচ্ছেন। তাঁরা শুধু বলছেন, যুদ্ধ হবে যা সত্যিই আতঙ্কের। এর ফলে আমাদের দেশকে কতটা মূল্য দিতে হবে? আর তারই পরিপ্রেক্ষিতে তিনি পশ্চিমা দেশগুলোকে আতঙ্ক সৃষ্টি না করতে আহ্বান জানিয়েছেন ।
জেলেনস্কি আরও বলেন, ইউক্রেনের জন্য সবচেয়ে বড় হুমকি হলো দেশের অভ্যন্তরীণ পরিস্থিতির অস্থিতিশীলতা।