পরীক্ষামূলক ভাবে পি, আর পদ্ধতিতে ভোট করার আহবান এনসিবি'র

প্রকাশ : 2025-09-17 17:26:01১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

পরীক্ষামূলক ভাবে পি, আর পদ্ধতিতে ভোট করার আহবান এনসিবি'র

আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রতিটি বিভাগে একটি করে জেলায় পি,আর পদ্ধতিতে ভোটের ব্যবস্থা গ্রহণ করতে সরকারের প্রতি আহবান জানিয়েছেন ন্যাশনাল কংগ্রেস বাংলাদেশ-এনসিবি’র চেয়ারম্যান ও সাবেক ছাত্রনেতা কাজী ছাব্বীর। তিনি  নির্বাচন  নিয়ে  বিতর্ক  এড়াতে  এবং  বাংলাদেশের  জন্য পি, আর পদ্ধতি কতটা যুক্তিযুক্ত পাশাপাশি   গ্রহণযোগ্যতা যাচাইয়ের জন্য পি, আর পদ্ধতিতে আংশিক ভোট গ্রহণে সরকারের প্রতি এ আহবান জানান।

১৭ই সেপ্টেম্বর ২০২৫, বুধবার সকাল ১০ টায় জাতীয় প্রেসক্লাবের ২য় তলায় তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে (ভিআইপি লাউঞ্জ) ন্যাশনাল কংগ্রেস বাংলাদেশ-এনসিবি’র ১১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে “জুলাই ঘোষণাপত্র ঃ বাস্তবায়নের দায়িত্ব কার? শীর্ষক আলোচনা সভা” ও জুলাই কবিতা পাঠ অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এ আহবান জানান।

এনসিবি'র প্রেসিডিয়াম সদস্য কবি সানজিদা রসুলের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন আমার বাংলাদেশ (এবি) পার্টির যুগ্ম সম্পাদক ব্যারিস্টার জুবায়ের আহমদ ভুইয়া, বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন আন্তর্জাতিক মানবাধিকার কমিশন বাংলাদেশ চ্যাপ্টারের প্রেসিডেন্ট এম এ হাশেম রাজু। আরো বক্তব্য রাখেন এনসিবি'র  মহাসচিব ইকবাল হাসান স্বপন, প্রেসিডিয়াম সদস্য মো: ফারুক মিয়া, সেলিম পারভেজ, খুশরোজ মাহমুদ, ভাইস-চেয়ারম্যান ফিরোজ আহমেদ স্বপন, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি আবুল বাশার, ঢাকা মহানগর উত্তরের সভাপতি সৈয়দ তৌফিক কামাল, এনসিবি কূটনৈতিক সেলের সদস্য প্রফেসর বি এম মামুন প্রমুখ।

অনুষ্ঠানে এনসিবি সাহিত্য ও সংস্কৃতি অঙ্গনের কবি ও সংগীত শিল্পীগণ জুলাই অভ্যুত্থানের কবিতা পাঠ ও দেশাত্মবোধক সংগীত পরিবেশন করেন।