পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব নিলেন মো. জসিম উদ্দিন

প্রকাশ : 2024-09-08 14:01:29১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব নিলেন মো. জসিম উদ্দিন

নতুন পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব নিয়েছেন মো. জসিম উদ্দিন। রবিবার (৮ সেপ্টেম্বর) দায়িত্ব গ্রহণের পর নিয়মিত কার্যক্রম শুরু করেছেন তিনি।

দায়িত্ব নেওয়ার পর দুপুর ১২টায় তিনি মন্ত্রণালয়ে সব কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।

বিসিএস ১৩তম ব্যাচের পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা মো. জসিম উদ্দিন ১৯৯৪ সালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগদান করেন।

পররাষ্ট্র সচিব হওয়ার আগে তিনি চীনে রাষ্ট্রদূত হিসেবে কর্মরত ছিলেন। এর আগে ২০২০ থেকে ২০২২ সাল পর্যন্ত তিনি কাতারের রাষ্ট্রদূত এবং ২০১৫ থেকে ২০২০ সাল পর্যন্ত পর্যন্ত গ্রিসের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন।

দীর্ঘ কর্মময় জীবনে মো. জসিম উদ্দিন ওয়াশিংটন, ইসলামাবাদ, টোকিও এবং দিল্লিতে বিভিন্ন পদে কাজ করেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি দক্ষিণ এশিয়া অনু বিভাগ এবং পূর্ব এশিয়া বিভাগের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের স্নাতকোত্তর ডিগ্রিধারী মো. জসিম উদ্দিন যুক্তরাজ্যের লিডস ইউনিভার্সিটি থেকেও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

 

সান