পয়শা উচ্চ বিদ্যালয়ের আহ্বায়ক কমিটির পরিচিতি সভা

প্রকাশ : 2024-06-26 18:51:59১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

পয়শা উচ্চ বিদ্যালয়ের আহ্বায়ক কমিটির পরিচিতি সভা

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার বৌলতলী ইউনিয়নের পয়শা উচ্চ বিদ্যালয়ের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে গত ১২ জুন। এতে আহ্বায়ক অত্র বিদ্যালয় প্রাক্তন ছাত্র সংসদের সাধারণ সম্পাদক ও ফ্রেন্ডস টুয়েন্টি ফাইভের সভাপতি আলহাজ্ব মো. মোস্তফা কামালকে সভাপতি নির্বাচিত করা হয়েছে। এছাড়া বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলাম সদস্য সচিব, শিক্ষক প্রতিনিধি নাজমুন নাহার ও অভিভাবক প্রতিনিধি সফিক খান সদস্য নির্বাচিত হয়েছেন। 

গতকাল বুধবার সকাল সাড়ে এগারোটায় বিদ্যালয়ের অফিস কক্ষে এক আড়ম্বরপূর্ণ পরিবেশে আহ্বায়ক কমিটির সদস্যদের সাথে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের পরিচয় করিয়ে দেন লৌহজং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব আব্দুর রশিদ শিকদার। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সাবেক ম্যানেজিং কমিটির সভাপতি আবদুর রহিম শেখ, সাবেক আহ্বায়ক কমিটির সভাপতি মো. ফারুক শিকদার, আব্দুল দেওয়ান, আবুল কাশেম মোল্লা, মো. আকমল খান, ওহিদুল মেম্বার, মো. দেলোয়ার হোসেন, শাহ আলম বয়াতি, লৌহজং প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান ঝিলু, সাধারণ সম্পাদক মো. শওকত হোসেনসহ বিদ্যালয়ের ছাত্র-শিক্ষক, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

সান