পবিত্র মাহে রমজান উপলক্ষে সিরাজদিখানে জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
প্রকাশ : 2023-04-17 12:53:23১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
জাতীয় পার্টির মুন্সিগঞ্জ সিরাজদিখান উপজেলা শাখার নেতৃবৃন্দের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার উপজেলা কেন্দ্রীয় সমবায় সুপার মার্কেট দ্বিতীয় তলায় সিরাজদিখান উপজেলা জাতীয় পার্টির অস্থায়ী কার্যালয়ে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সিরাজদিখান উপজেলা জাতীয় পার্টির সভাপতি আব্দুল হাকিম হাওলাদারের সভাপতিত্বে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এডভোকেট শেখ মোহাম্মদ সিরাজুল ইসলাম। ইফতার মাহফিলপূর্বক এক আলোচনা সভায় এডভোকেট শেখ মোহাম্মদ সিরাজুল ইসলাম বলেন,একটি দল ক্ষমতায় টিকে থাকার জন্য সর্বত্বক চেষ্টা চালাচ্ছে,আরেকটি দল ক্ষমতায় যাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে। একমাত্র জাতীয় পার্টি ক্ষমতায় গেলেই জনগনের কল্যান নিশ্চিত হবে। জাতীয় নির্বাচন সন্নিকটে। তাই নির্বাচনকে সামনে রেখে জাতীয় পার্টিকে আরো শক্তিশালী করতে হবে।
এ সময় আরো বক্তব্য রাখেন জাতীয় পার্টির যুগ্ম- আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মো: আব্দুর রশিদ, মুন্সিগঞ্জ জেলা জাতীয় পার্টির যুগ্ম আহব্বায়ক আলহাজ¦ জয়নাল আবেদীন, মুন্সিগঞ্জ জেলা জাতীয় পার্টির সদস্য সচিব জানে আলম হাওলাদার, সিরাজদিখান উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক মোঃ জাবেদ ওমর বেলীম, মো: শরীফ প্রধান, মোঃ আলী হোসেন মোল্লা, মোঃ গোলাম কাদির,মোঃ দেলোয়ার হোসেন খান বাদল,এমদাদুল হক পলাশ, কাশেম বেপারী, আবুল হোসেন দেওয়ান,মোখলেছুর রহমান প্রমুখ।