পবিত্র ওমরাহ পালনে বিদেশি নাগরিকদের বয়স নির্ধারণ

প্রকাশ : 2021-11-20 07:49:03১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

পবিত্র ওমরাহ পালনে বিদেশি নাগরিকদের বয়স নির্ধারণ

পবিত্র ওমরাহ পালনে বিদেশি নাগরিকদের ক্ষেত্রে বয়স নির্ধারণ করে দিয়েছে সৌদি আরব। এখন থেকে শুধুমাত্র ১৮ থেকে ৫০ বছর বয়সী ব্যক্তিরা ওমরাহ পালন করতে সৌদি আরব যেতে পারবেন।

শুক্রবার প্রকাশিত গালফ নিউজের খবরে বলা হয়েছে, সৌদি আরব যাওয়ার আগে বিদেশিদের করোনাভাইরাসের দুই ডোজ টিকা নেওয়ার সনদ জমা দিতে হবে। 

দেশটির ওমরাহ ও হজবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, সৌদি সরকারের অনুমোদিত টিকা নেওয়ার সনদ পররাষ্ট্র মন্ত্রণালয়ে জমা দিয়ে ভিসা নিতে হবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নতুন নিয়ম বহাল থাকবে। মন্ত্রণালয় সম্প্রতি মক্কা ও মদিনায় হজের আনুষ্ঠানিকতা পালনের সেবা প্রদানে ‘ইয়াতমারনা’ ও ‘তাওয়াককালনা’ দুটি অ্যাপ চালু করেছে। এতে যুক্ত হয়ে বিদেশিরা সংশ্লিষ্ট সেবা পাচ্ছেন। সৌদি নাগরিকদেরও এ বিধান মানতে হচ্ছে।

প্রসঙ্গত, করোনাভাইরাসের সংক্রমণ সহনীয় পর্যায়ে আসায় গত মাসে ওমরাহ ও হজ পালনে কড়াকড়ি শিথিল করে সৌদি আরব। এর মধ্যে রয়েছে মক্কা ও মদিনার দুই পবিত্র মসজিদে সামাজিক দূরত্ব তুলে দেওয়াসহ সেখানে ধারণক্ষমতার সমান মুসল্লিদের প্রবেশ করতে দেওয়া। এর মধ্যে আবারও দেশটি নতুন নিয়ম চালু করল।