"পদ্মা সেতু"
প্রকাশ : 2022-06-27 10:25:24১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
ওমর ফারুক
------------------
সভ্যতা গুড়িয়ে দিয়ে সংস্কৃতি গড়ে উঠছে,
গড়ে উঠছে নূতন স্থাপত্য, নূতন দিনলিপি
প্রয়োজনে অপ্রয়োজনে পৃথিবীতে টিকে গেছে মানুষ
স্রোতস্বিনী প্রমত্তা কীর্তিনাশা পদ্মার জলে উঠেছে গড়ে
সভ্যতার নূতন স্মৃতি স্মারক, অপূর্ব সংস্কৃতি
সাপের মতো সর্পিলাকার স্বপ্নের বাঁক,
উঁচু নিচু বাঁক নিয়ে নেমেছে জলে।
জলের রাশি ছুঁয়েছে সেতুর নিম্নদেশ
কনকনে হাওয়া এসে জলের স্নিগ্ধতা বাড়িয়ে দেয়
তলদেশে গভীর জলের আনাগোনা
সুপেয় স্বচ্ছ জলে স্বপ্ন দোলে।
দুই তীরের মধ্যে হয়েছে রাঁখি,
তার বেয়ে পৌঁছে গেছে নিয়নের আলো।
আলোর রেখা পড়েছে জলে,
উথাল পাথাল জলে স্বপ্ন দোলে,
মানুষের ঘামে গড়ে উঠছে পাথুরে প্রাণ,
চকচকে নিখুঁত প্রাণশক্তির অর্থনীতি জাগে।
জলের রাশি ফেলে অযুত নিযুত তারার হাতছানি
পেছনে পড়ে রয় বিগত কাল, ব্যর্থতার করুন কাব্য।