পদ্মাসেতু আমার অহংকার                          

প্রকাশ : 2022-06-26 09:52:36১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

পদ্মাসেতু আমার অহংকার                          

রফিকুল ইসলাম 
---------------------

                          
পিতার দে'য়া মুক্তির স্বাদ
প্রিয় স্বাধীনতা, 
কন্যা দিলো পদ্মা সেতু
এটাই বাস্তবতা।

দেশ-বিদেশী হাজার বাধা
পেরিয়ে অবশেষে,
প্রাণের সেতু সগৌরবে
উঠলো ঠিকই হেসে!

পদ্মাসেতু আমার গরব
আমার অহংকার,
নিন্দুকেরা যে যাই বলুক
কি যায় আসে তার!