পদ্মভূষণ খেতাবে ভূষিত হলেন প্রয়াত সৈয়দ মোয়াজ্জেম আলী

প্রকাশ : 2021-11-10 10:56:08১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

পদ্মভূষণ খেতাবে ভূষিত হলেন প্রয়াত সৈয়দ মোয়াজ্জেম আলী

তিনি ছিলেন সাবেক পররাষ্ট্র সচিব । একুশে পদকে ভূষিত কালজয়ী কথাশিল্পী সৈয়দ মুজতবা আলীর প্রিয় ভ্রাতুষ্পুত্র । বাংলাদেশের এই প্রয়াত কূটনীতিবিদ ও দিল্লিতে নিযুক্ত সাবেক হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলীকে সোমবার (৮ নভেম্বর) পদ্মভূষণ খেতাবে ভূষিত করলো ভারত। ঘোষণা আগেই হয়েছিল। দিল্লির রাষ্ট্রপতি ভবনে এক বর্ণাঢ্য অনুষ্ঠানে মোয়াজ্জেম আলীর স্ত্রী তূহফা জামান আলীর হাতে খেতাবের পদক ও মানপত্র তুলে দেন ভারতের প্রেসিডেন্ট রাম নাথ কোভিন্দ।

ভারতে কূটনৈতিক দায়িত্ব পালন করে যাওয়া কোনও বিদেশি রাষ্ট্রদূতকে দিল্লি এর আগে কখনও এত বড় বেসামরিক সম্মানে সম্মানিত করেনি। স্মরণীয় এই অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উপস্থিত ছিলেন। ছিলেন দিল্লিতে বাংলাদেশের বর্তমান রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরানও।

অনুষ্ঠানের পর ভারতের রাষ্ট্রপতির অফিসিয়াল টুইটার হ্যান্ডল থেকে এই খেতাব অর্পণের যে ছবি পোস্ট করা হয়, তাতে লেখা—‘বাংলাদেশ ফরেন সার্ভিসের সদস্য এবং একজন ক্যারিয়ার ডিপ্লোম্যাট সৈয়দ আলী ভারত ও বাংলাদেশের মধ্যে জ্বালানি সহযোগিতা এবং স্থলপথে কানেকটিভিটির সূচনায় যুক্ত ছিলেন।’

গত এক যুগ ধরে দুদেশের সম্পর্ক যে সোনালি অধ্যায়ে প্রবেশ করেছে, তা সুবিদিত। এই সময়কালের একটা দীর্ঘ সময় (২০১৪-১৯) দিল্লিতে রাষ্ট্রদূতের পদে ছিলেন সৈয়দ মোয়াজ্জেম আলী।দ্বিপক্ষীয় সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে তার যে অবদান, এই পদ্মভূষণ যে তারই স্বীকৃতি—দিল্লি তা পরিষ্কার বুঝিয়ে দিয়েছে।

দিল্লিতে আজকের (৮ নভেম্বর) অনুষ্ঠানে আরেক বাংলাদেশি নাগরিক, মুক্তিযোদ্ধা কাজী সাজ্জাদ আলী জহিরকেও ‘পদ্মশ্রী’ খেতাবে ভূষিত করেছে ভারত সরকার। সেক্টর কমান্ডারস ফোরামের সাবেক উপদেষ্টা সাজ্জাদ আলী জহিরের হাতেও ওই সম্মান অর্পণ করেন রাষ্ট্রপতি কোভিন্দ।

একই অনুষ্ঠানে বলিউড চিত্রতারকা কঙ্গনা রানাওয়াত, গায়ক আদনান সামিসহ আরও অনেককেই পদ্ম সম্মানে ভূষিত করা হয়।

তূহফা জামান আলী বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পর্কোন্নয়নে সৈয়দ মোয়াজ্জেম আলীর অবদান যে এভাবে স্বীকৃতি পেলো, তাতে গর্বিত বোধ করছি। সেই সঙ্গে বিষণ্ণতাও ছেয়ে আছে। কারণ তিনি নিজে সশরীরে সম্মান গ্রহণ করতে পারলেন না।

সৈয়দ মোয়াজ্জেম আলীর মরণোত্তর এই সম্মান লাভে আনন্দ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন সৈয়দ মুজতবা আলী পরিষদের সভাপতি আনোয়ার চৌধুরী ও সাধারণ সম্পাদক সৌমিত্র দেব । তারা বলেন, প্রয়াত কূটনীতিক ভারতে নিযুক্ত সাবেক হাই কমিশনার শ্রীহট্ট গৌরব সৈয়দ মোয়াজ্জেম আলী পদ্মভূষণ খেতাবে ভূষিত হয়েছেন৷

ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দের হাত থেকে স্বামীর পক্ষে পদক নিচ্ছেন তূহফা জামান আলী৷সৈয়দ মোয়াজ্জেম আলীর পিতা সৈয়দ মোসতফা আলী ছিলেন আসাম সিভিল সার্ভিসের কৃতি পুরুষ ও বিশিষ্ট সাহিত্যিক ৷ তাঁর চাচা সৈয়দ মুজতবা আলী ও সৈয়দ মুর্তাজা আলী স্বনামেই খ্যাত৷অভিনন্দন জানাই তাঁর পরিবারের সকল সদস্যকে।