পথ হারিয়েছে আমেরিকা: ট্রাম্প

প্রকাশ : 2024-01-28 10:58:14১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

পথ হারিয়েছে আমেরিকা: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমেরিকা পথ হারিয়েছে।
বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের নীতির প্রতি ইংগিত করে তিনি এ কথা বলেন।
নেভাদায় এক সমাবেশে সমর্থকদের উদ্দেশ্যে ট্রাম্প বলেন, আমরা এমন একটি জাতি, যারা খুব সহজে পথ হারিয়ে ফেলেছি। এই ভয়াবহ অবস্থা আমরা চলতে দিতে পারিনা।
তিনি আরো বলেছেন, বাইডেন প্রশাসন আমাদের দেশ ধ্বংস করে দিয়েছে।
ট্রাম্প বাইডেনকে গণতন্ত্রের জন্যে হুমকি এবং অযোগ্য হিসেবে বর্ণনা করেন।
এর আগে ট্রাম্প বাইডেন প্রশাসনের বিরুদ্ধে নিজের দেশকে ঘৃণা করার অভিযোগ এনেছিলেন।

 

সান